নিজস্ব প্রতিবেদক:: গুইমারা উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক পরিচালিত জনতার বাজার উদ্বোধন আগামিকাল। জনতার বাজারের উদ্বোধন করবেন, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার আইরিন আকতার।
উক্ত জনতার বাজারে সূলভ মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয় করা হবে বলে জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এতে চাল, ডাল, সয়াবিন তেল, আলু ও পেয়াজ-রসুন থেকে শুরু করে সকল প্রকার নিত্য প্রয়োজনীয় পণ্য পাওয়া যাবে। উক্ত জনতার বাজার সকলের জন্য উন্মুক্ত বলেও জানায় তারা।
বুধবার (২০ নভেম্বার ২০২৪) সকালে গুইমারা উপজেলা প্রশাসনের সহযোগিতায় নির্মিত জনতার বাজার গুইমারা বাজারের পুলিশ বক্স সংলগ্ন এলাকায় নির্মাণ করা হয়েছে। জনতার বাজার উদ্বোধনী অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করেন বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা।