নুরুল আলম:: খাগড়াছড়ি বনজদ্রব্য ব্যবসায়ী লিমিটেডের ১ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভার সভাপতিত্ব করেন, খাগড়াছড়ি বনজদ্রব্য ব্যবসায়ী লিঃ এর সভাপতি বাবু অনিমেষ খীসা।
শনিবার (১৬ নভেম্বার ২০২৪) বেলা ১১ টায় অরুণিমা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডর সাবেক সফল চেয়ারম্যান এবং খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি জনাব ওয়াদুদ ভূইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাবু প্রবীন চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক জনাব এম এন আবছার, প্রধান উপদেষ্টা জনাব জাকিয়া জিনাত বীথি, যুগ্ম সম্পাদক এড.মালেক মিন্টু, মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আঃ রব রাজা প্রমূখ।
এছাড়াও ৮টি উপজেলার কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি/সম্পাদক ও সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।