নুরুল আলম:: খাগড়াছড়িতে পাহাড়ি-বাঙালি ভ্রাতৃত্ববোধের ফুটসাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। এ টুর্নামেন্টে অংশ নেন চট্টগ্রাম, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলা অবসরপ্রাপ্ত খেলোয়ারেরা। এতে প্রতিপাদ্যের বিষয় ছিল “নেশা হোক খেলাধুলায় মাদকে নয়”।
শুক্রবার (১৫ নভেম্বর) বিকাল থেকে চট্টগ্রাম সুপার মাস্টার ফুটবল ক্লাব ও খাগড়াছড়ি সোনালী অতীতের যৌথ উদ্যোগে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রমিলা ফুটবল কোচ জ্যোতিষ বসু ত্রিপুরা’র সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধন করেন বরুন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়ার বিকাশ দেওয়ান।
টুর্নামেন্টে খাগড়াছড়ি সোনালী অতীত, রাঙামাটি সোনালী অতীত, চট্টগ্রাম সুপার মাস্টার ফুটবল ক্লাব ও চট্টগ্রাম সাবেক খেলোয়াড় দলসহ মোট ৪টি দল অংশ নেন। টুর্নামেন্টে মোট ৭টি ম্যাচ অনুষ্ঠিত হয়। এ খেলায় প্রত্যেক দল ৩টি করে ম্যাচ খেলে যে দুটি দল পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে, শীর্ষ দুটি দল ফাইনালে খেলেছে। চট্টগ্রাম সুপার মাস্টার ফুটবল ক্লাব ও চট্টগ্রাম সাবেক খেলোয়াড় দল দুটি দল পয়েন্ট টেবিলে শীর্ষস্থান অর্জন করে ফাইনাল ম্যাচে প্রতিদ্বন্দ্বীতা করেন। টানটান উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে ২-২ গোলে ড্র হওয়ায় ট্রাইব্রেকার পর্যন্ত ম্যাচ গড়্য়। ট্রাইব্রেকারে চট্টগ্রাম সুপার মাস্টার ফুটবল ক্লাব-কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন চট্টগ্রাম সাবেক খেলোয়াড় দল।
এদিন ফাইনাল ম্যাচ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।
এ সময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ম্রাসাথোয়াই চৌধুরী, কংজপ্রু মারমা, বঙ্গমিত্র চাকমাসহ জেলার সিনিয়র খেলোয়ারেরা উপস্থিত ছিলেন।