১৭ বছর পর মানিকছড়িতে বিএনপির সমাবেশে ওয়াদুদ ভূইয়া
নুরুল আলম:: প্রায় ১৭ বছর পর খাগড়াছড়ির মানিকছড়িতে সমাবেশ করেছে বিএনপি। বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় মানিকছড়ি উপজেলা বিএনপি আয়োজিত সম্প্রীতির সমাবেশে হাজারো পাহাড়ি-বাঙালির উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াদুদ ভূইয়া আ’লীগ থেকে শিক্ষা নিয়ে জনগণের বিশ্বাস-ভালোবাসা আর্জনে জন্য নেতাকর্মীদের আহ্বান জানিয়ে বলেন, হিংসা-হানাহানি আর নয়। এখানে পাহাড়ি-বাঙালি সবাই থাকবে। মিলেমিশে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকলে উন্নয়ন হবে। মানুষের ভাগ্যের পরিবর্তন হবে।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বিগত দিনের আওয়ামীলীগের অত্যাচারের চিত্র বর্ণনা দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ওয়াদুদ ভূইয়া। সমাবেশে নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
গত ১৭ বছর মানিকছড়িতে সমাবেশ করতে পারেনি বিএনপি। যতবার এসেছেন হামলা ও মিথ্যা মামলায় হয়রানীর শিকার হয়েছেন।
উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক এনামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, জেলা বিএনপি’র প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী, সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক এড. মালেক মিন্টু, মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা, সাংগঠনিক সম্পাদক আঃ রব রাজা, জেলা যুবদলের সভাপতি মাহবুবুল আলম সবুজ, জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, যুবদলের সভাপতি মাহবুব আলম, জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মানিকছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মীর হোসেন।