নুরুল আলম:: আলো ও তৃণমূল উন্নয়ন সংস্থা এর আয়োজনে অংশীদারিত্বের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রামে সহনশীল জীবিকার জন্য সহায়তা (পিআরএলসি) প্রকল্প এর আওতায় সরকারি অফিসারদের সামাজিক জবাবদিহিতা বিষয়ক অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার আইরিন আকতার।
মঙ্গলবার (১২ নভেম্বর ২০২৪) সকালে ইউরোপিয়ান ইউনিয়ন এর অর্থায়নে ও মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতায় অনুষ্ঠিত অরিয়েন্টেশন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা ওঙ্কার বিশ্বাস, যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাম্মৎ হাসিনা আক্তার, মৎস্য কর্মকর্তা দিপীন চাকমা, পিআরএলসি প্রজেক্ট সমন্বয়কারী মিক্সন চাকমা, পিআরএলসি প্রজেক্ট ও আলো এর টেকনিক্যাল অফিসার ডলি চৌধুরী, মানুষের জন্য ফাউন্ডেশন এর এমআইএফ কটিকা খীসা, পিআরএলসি প্রজেক্ট মনিটরিং এন্ড রির্পোটিং অফিসার সোমেন তালুকদার, আলো এর অর্গানাইজার পিআরএলসি প্রজেক্ট তুলনা চাকমা, গুইমারা প্রেসক্লাব সভাপতি নুরুল আলমসহ সরকারি বে-সরকারি কর্মকর্তা, কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
এসময় দূর্যোগ প্রস্তুতি ও মোকাবেলায় ভলান্টিয়ার দলের মাঝে হ্যান্ড মাইক, ফাস্ট এইড বক্স, মাথার হেলমেট, জ্যাকেটসহ বিভিন্ন সরঞ্জাম বিতরণ করা হয়।