শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদঅন্তর্বতীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ করলেন চেয়ারম্যান-সদস্যরা


নুরুল আলম:
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের দশম অন্তর্র্বতীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ নভেম্বর, ২০২৪) সকাল ১১টায় পরিষদের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক ভাবে দশম অন্তর্র্বতীকালীন পরিষদ-এর দায়িত্ব গ্রহণ করেন চেয়ারম্যান ও সদস্যরা।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ( সংশোধন ) আইন, ১৯৯৭ এর ১৬ক। (৪) উপধারা এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ( সংশোধন ) আইন, ২০১৪ এর ২(২) উপধারায় প্রদত্ত ক্ষমতা বলে সরকার ১৫ সদস্য বিশিষ্ট খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের দশম অন্তর্র্বতীকালীন পরিষদ পুনর্গঠন করে ০৭ নভেম্বর ২০২৪ তারিখ প্রজ্ঞাপন জারি করে।

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরীর সভাপতিত্বে নব গঠিত এ পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা. সদস্য বঙ্গমিত্র চাকমা,অনিময় চাকমা,নিটোল মনি চাকমা, কংজপ্রু মারমা,কুমার সুইচিংপ্রু সাইন, সাথোইয়াই প্রু চৌধুরী, ধনেশ্বর ত্রিপুরা, শেফালিকা ত্রিপুরা, প্রশান্ত কুমার ত্রিপুরা, মো: শহিদুল ইসলাম (সুমন), প্রফেসর আবদুল লতিফ, মো: মাহবুবুল আলম, জয়া ত্রিপুরা, এ্যাডভোকেট মনজিলা সুলতানা পরিষদের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব নেয়ার পর চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা তাঁর বক্তব্যে বলেন ‘‘সম্প্রীতির কোন বিকল্প নাই। সাম্প্রদায়িক ও ধর্মীয় সম্প্রীতির জেলা হোক এ খাগড়াছড়ি পার্বত্য জেলা। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে মিলে আমরা বৈষম্যহীন সম্প্রীতির খাগড়াছড়ি বির্নিমানে কাজ করবো। জেলার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এই পার্বত্য জেলা পরিষদ।

এ প্রতিষ্ঠানের প্রতি সকলের আস্থার পরিবেশ সৃষ্টিতে কাজ করবে এই ১০তম অন্তর্র্বতীকালীন পরিষদ। আমাদের এ কাক্ষিত লক্ষ্য অর্জনে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। খাগড়াছড়ি পার্বত্য জেলার সার্বিক উন্নয়নে আপনাদের সুপরামর্শ প্রদানের দরজা আমি সব সময় খোলা রাখলাম।

এসময় উপস্থিত ছিলেন পরিষদের নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, নির্বাহী প্রকৌশলী প্রতি পদ চাকমা, পরিষদ ন্যাস্ত বিভাগের বিভাগীয় প্রধানগণ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ,সুশীল সমাজের প্রতিনিধিরা এতে অংশ নেন।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!