শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

খাগড়াছড়ি জেলার গুইমারায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও নগদ অর্থ সহায়তা প্রদান


নুরুল আলম:: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ-২ ও রবি মৌসুমে কৃষি পূনর্বাসন প্রণোদনা কর্মসূচির আওতায় পেঁয়াজ, ভুট্টা, সরিষা, সূর্যমুখী বসতবাড়ি শীতকালীন সবজী ও হাইব্রিড সবজী আবাদ বৃদ্ধির জন্য কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন, উপজেলা কৃষি কর্মকর্তা ওঙ্কার বিশ্বাস।

বুধবার (৬ অক্টোবর ২০২৪) গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে অনুষ্ঠিত বীঝ, সার ও নগদ অর্থ সহায়তা প্রদান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার আইরিন আকতার। এছাড়া অন্যান্যদের মধ্যে গুইমারা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা আক্তার, খাদ্য গুদান ইনর্চাজ আতাউল গণি ওসমানী, জনস্বাস্থ্য প্রকৌশলী মো: শামীম হোসেন, গুইমারা গভ. মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক বাবলু হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা দিপন চাকমা, গুইমারা প্রেসক্লাব সভাপতি নুরুল আলম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রহিম মজুমদার, সুমন করসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও কৃষকগণ উপস্থিত ছিলেন।

এসময় অতিথিরা বলেন, কৃষি কাজের জন্য বিভিন্ন সময় বাংলাদেশ সরকার বিভিন্ন উপকরণ ও অর্থ প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় কৃষকদের কৃষি কাজ করে সাবলম্বিন হওয়ার জন্য ৩ ধাপে মোট ১ হাজার ৬৫ জনের মাঝে বিনামূল্যে ১৪ ধরনের বীজ, সার ও ১ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করা হবে।

উল্লেখ্য ৬ নভেম্বার ২০২৪ সকালে গুইমারা সদর ইউনিয়নের ৩৮২ জন কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও নগদ ১ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়েছে। এধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যহত থাকবে বলে আশা ব্যক্ত করেন।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!