নুরুল আলম:: “সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভার সভাপতিত্ব করেন, গুইমারা উপজেলা সমবায় অফিসার মো: আমান উল্লাহ খান।
শনিবার (৩ নভেম্বর ২০২৪) সকালে গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার (অ.দা.) মনজুর আলম। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গুইমারা মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক বাবলু হোসেন, গুইমারা প্রেসক্লাব সভাপতি নুরুল আলমসহ বিভিন্ন সমবায় সমিতির সভাপতি ও স্থানীয় ব্যবসায়ী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় জাতীয় সমবায় দিবস বাংলাদেশ সরকার ঘোষিত একটি জাতীয় দিবস। সমবায় সম্পর্কে জনগণকে সচেতন করা এবং সমবায় আন্দোলনে গতিশীলতা আনয়নের জন্য প্রতিবছর নভেম্বর মাসের ১ম শনিবার দিবসটি সারাদেশ ব্যাপী উদযাপন করা হয়। এছাড়াও সমবায় দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করা হয়।