শিরোনাম
সোম. ডিসে ২৩, ২০২৪


নুরুল আলম:: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২নং হাফছড়ি ইউনিয়ন শাখার উদ্যোগে বিশাল কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভার সভাপতিত্ব করেন, হাফছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কাশেম।

শুক্রবার (১ নভেম্বর ২০২৪) বিকাল ৩ টায় হাফছড়ি ইউনিয়ন পরিষদের সামনে হাফছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন সুমনের সঞ্চালনায় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আঃ মালেক মিন্টুর উদ্ধোধনে সভায় প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির প্রধান উপদেষ্ঠা জাকিয়া জিনাত বিথী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, জেলা মহিলা দলের সভানেত্রী কোহেলী দেওয়ান, গুইমারা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ ইউচুপ, বর্তমান সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরমান হোসেন, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিম।

এসময় অন্যান্যদের মধ্যে সিন্দুকছড়ি ও গুইমারা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ হাফছড়ি ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত থেকে কর্মী সভায় স্বতঃফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠিত কর্মী সভায় উপস্থিত নেতৃবৃন্দরা আগামী নির্বাচনে পাহাড়ি-বাঙালি সম্প্রীতি বজায় রেখে পাহাড়ের কিংবদন্তি নেতা সাবেক এমপি ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সফল চেয়ারম্যান ওয়াদুদ ভূইয়াকে নির্বাচিত করতে সকলকে একযোগে কাজ করার আহবান জানান।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!