নুরুল আলম:: গুইমারাতে দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভার সভাপতিত্ব করেন গুইমারা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: মিজানুর রহমান।
শুক্রবার (১ নভেম্বর ২০২৪) সকালে গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিবসটি পালন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গুইমারা থানার অফিসার ইনর্চাজ এনামুল চৌধুরী, গুইমারা সরকারি গভ. মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মো: বাবলু হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মো: সোহাগ, সাবেক সভাপতি মো: ইউচুপ, গুইমারা প্রেসক্লাব সভাপতি নুরুল আলমসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
যুব বিবস উপলক্ষ্যে বক্তারা বলেন, বর্তমানে দেশে প্রায় ২৬ লাখের উপরে বেকার রয়েছেন। প্রতিবছর তা বৃদ্ধি পাচ্ছে। এত সংখ্যাক বেকারদের কর্মসংস্থান দেওয়া কোনো ভাবে সম্ভব নয়। তাই বেকারত্ব ও বৈষম্যহীন দেশ গড়তে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। অন্যকারোর উপর নির্ভর না হয়ে নিজের উপর নির্ভর করে চলতে হবে। অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় না দিয়ে যুব সমাজকে মাদক থেকে দুরে থাকার আহ্বান জানান। এছাড়াও যুব দিবসের বিভিন্ন তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন।
এসময় সভায় উপস্থিত সকলকে শপথ বাক্য পাঠ করিয়ে যুব উন্নয়নের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরেন। পরে প্রশিক্ষণ প্রাপ্তদের ঋণের চেক হাতে তুলে দেন।