নুরুল আলম:: খাগড়াছড়ির মাটিরাঙ্গা সদর ইউনিয়ন, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি সুধীন বিকাশ ত্রিপুরা (৪৫) এর উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২৮ অক্টোবর ২০২৪) রাতে মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ওয়াচু এলাকায় এ ঘটনা ঘটে।
সুধীন ত্রিপুরার স্ত্রী সংরক্ষিত আসনের সাবেক মহিলা মেম্বার কাজলী ত্রিপুরা বলেন, সারা দিন কাজ শেষে সন্ধায় ওয়াচু এলাকায় নিজের চা দোকানে বসেন এবং আগামী ১ নভেম্বর দলীয় কর্মসূচি নিয়ে এলাকার স্থানীয় বিএনপি নেতা কর্মীদের সাথে মত বিনিময় করেন। এ সময় দলের বাহিরের কেউ বিএনপিতে আসতে চাইলে দলে নেওয়ার ঘোষনা দিলে এলাকার কয়েক জন আওয়ামীলীগ সন্ত্রাসী সুধীন ত্রিপুরার সাথে বাক-বিতান্ডায় জড়িয়ে পড়ে। পরে এলাকার আরো লোকজনসহ দেশীয় অস্ত্র নিয়ে তার উপর অতর্কীতভাবে হামলা করে। এতে সুধীর ত্রিপুরা গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে খাগড়াছড়ির একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করেন।
মাটিরাঙ্গা উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, গত ৫ আগষ্ট ছাত্র-জনতার উভ্যূত্থানে ফ্যাসিস্ট হাসিনা পলায়নের পর আওয়ামী সন্ত্রাসীরা ঐ এলাকায় আশ্রয় নিয়েছে। তাদের গতিবিধি লক্ষ্য করে যেন কাউকে না বলে, সে জন্য সন্ত্রাসী কার্যক্রম করে এলাকায় আতঙ্ক ছড়াচ্ছে বলে জানান তিনি।
ঘটনা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ তৌফিকুল ইসলাম জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাটিয়েছেন। প্রাথমিকভাবে বিষয়টি পারিবারিক বলে জানা গেলেও অভিযোগ পেলে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে জানান তিনি।