শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

“জাতীয় ঐক্যের মধ্য দিয়ে শান্তির জন্য আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে হবে”

oppo_0

লগি-বৈঠার তান্ডবের খুনিদের বিচারের দাবী

নুরুল আলম:: আওয়ামী লীগের লগি-বৈঠার তান্ডব নৃশংস হত্যাকান্ডের বিচারের দাবিতে এবং আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়িতে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। শুরুতে শহীদের রুহের মাগফেরাত কামনা করা উপস্থিত নেতৃবৃন্দরা।

সোমবার (২৮ অক্টোবর ২০২৪) দুপুরে খাগড়াছড়ি টাউন হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি পার্বত্য জেলা আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন,

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আহসান উল্লাহ।

প্রধান অতিথির বক্তাব্যে তিনি বলেন,জাতীয় ঐক্যের মধ্য দিয়ে শান্তির জন্য আল্লাহ আইন প্রতিষ্ঠা করতে হবে। এ সময় তিনি সকল হত্যাকাণ্ডের বিচার দাবি জানিয়ে সোনার দেশ গড়তে,আল্লাহ আইন করতে হবে বলে তিনি জানিয়ে সকল দুর্নীতি আইনের ফলে বন্ধ হয়ে যাবে বলে মন্তব্য করেন।

বক্তৃতা বক্তারা আরো বলেন, স্বৈরাচারের জায়গা বাংলার জমিনে হবেনা মন্তব্য করে বক্তারা বলেন, ফ্যাসিস্ট কোন সরকার এদেশের মাটিতে স্থান হবেনা। হত্যার রাজনীতি করে আওয়ামী লীগ দেশকে লুটপাট করে ক্ষেতে জামায়াতকে নেতৃত্ব শুন্য করার চেষ্টা করেও ব্যার্থ হয়েছে বলে মন্তব্য করেন।

এতে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি পার্বত্য জেলা সেক্রেটারি মিনহাজুর রহমান,খাগড়াছড়ি জেলা ছাত্র শিবিরের সভাপতি মাঈন উদ্দিন,খাগড়াছড়ি জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. ইউনুছসহ বিভিন্ন উপজেলার জামায়াত-শিবির হাজারো নেতাকর্মীসহ এতে অংশ নেন।

উল্লেখ যে, ২০০৬ সালের ২৮ শে অক্টোবর আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠন কর্তৃক সংগঠিত নৃশংস হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এই সভার আয়োজন করে।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!