নুরুল আলম:: “যেতে দিবো নাহি হায়, তোবু চলে যেতে হয়, তবু চলে যায়” খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরীর অস্ত্রুশীক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর ২০২৪) গুইমারা উপজেলা অফিসার্স ক্লাব এর আয়োজনে উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এসময় গুইমারা এলজিইডি, জনস্বাস্থ্য, সমাজসেবা, নির্বাচন অফিস, কৃষি অফিস ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক দল উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরীকে বিদায়ী সংম্মাননা স্মারক তুলে দেন। পরে বিদায় উপলক্ষ্যে বিভিন্ন আলোচনা ও প্রীতিভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
উল্লেখ্য, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরীর ১ বছর ২ মাসের কর্মকালে তিনি গুইমারা উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে গিয়েছেন। এর ভিতর উল্লেখযোগ্য গুইমারা উপজেলার সিন্দুকছড়ি উচ্চ বিদ্যালয়ে স্থাপিত “ক্ষুদ্র্র নৃ-গোষ্ঠীর ভাষা শিখন কেন্দ্র”।
এছাড়াও গুইমারা বাজারের প্রবেশমূখে সম্প্রীতির গুইমারায় আপনাকে স্বাগত সংবলিত নাম ফলক নির্মাণ, উপজেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন মূলক কাজ, মসজিদ, মাদ্রাসা, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় উপাসানালয়ে আর্থিক সহায়তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া গরীব শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান, গৃহহীনদের মাঝে গৃহ প্রদান, বন্যা কবলিতদের মাঝে ত্রাণ সামগ্রি বিতরণ, অসহায়দের মাঝে ঘর মেরামতের জন্য ঢেউটিন প্রদানসহ রাত দিন অক্রান্তক পরিশ্রম করে গুইমারা উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে বই লিখেছেন তিনি। তার এই অসামান্য অবদান গুইমারা উপজেলাবাসী সবসময় মনে রাখবেন।