নুরুল আলম:: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশের পরও অবৈধ ভাবে ব্রীজ সংলগ্ন এলাকায় সরকারি সড়ক ও জনপদ বিভাগের জায়গা দখল করে দোকান ঘর নির্মাণে মরিয়া হয়ে উঠেছে স্থানীয় এক দুষ্টচক্র মহল।
জানা যায়, গত ৮ অক্টোবর ২০২৪ থেকে সড়ক ও জনপদের জায়গার মাটি অবৈধভাবে কেটে দোকানপাট নির্মাণে ব্যস্ত হয়ে পড়েছে স্থানীয় সুমন মজুমদার নামে এক ব্যক্তি। বিষয়টি স্থানীয় সাংবাদিক ও এলাকাবাসীদের দৃষ্টিগোচর হওয়ার পর বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশের পরও দুষ্টচক্রমহলটি তাদের এসব অবৈধ কাজ বহাল তবিয়তে চলমান রেখেছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে বিভিন্ন আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে।
সড়ক ও জনপদের জায়গা দখল সংক্রান্ত বিষয় নিয়ে খাগড়াছড়ি জেলা নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, সড়ক ও জনপদের জায়গা দখলের বিষয় সংক্রান্ত গুইমারা উপজেলায় দায়িত্বরত কর্মকর্তাদের বলে দেওয়া হয়েছে তারা কাগজপত্রাদী পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
স্থানীয় সচেতন মহল জানায়, মূলত সড়ক ও জনপদ বিভাগের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজসে এসব অবৈধ কাজগুলো হচ্ছে। তারা মোটা অংকের অর্থের বিনিময়ে সরকারি জায়গা অবৈধ দখল করতে এলাকার দুষ্টচক্রমহলকে সহায়তা করছে। প্রথমে এসব অসাধু কর্মকর্তা ও কর্মচারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।