নুরুল আলম:: পার্বত্য এলাকায় স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে যামিনীপাড়া জোন (২৩ বিজিবি) সীমান্ত রক্ষার পাশাপাশি নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ ১৪ অক্টোবর ২০২৪ তারিখ যামিনীপাড়া জোন (২৩ বিজিবি) এর জোন কমান্ডার লেঃ কর্নেল আলমগীর কবির, পিএসসি শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের আওতায় আর্থিক ও বিভিন্ন রকমের নির্মাণ সামগ্রী অনুদান প্রদান করেন।
জোনের আওতাধীন দুস্থ ও অসহায় সালমা বেগম, পিতা-আব্দুল মান্নান, গ্রাম-রাইটার হুজুরপাড়া, ডাকঘর-তবলছড়ি, থানা-মাটিরাঙ্গা, জেলা-খাগড়াছড়ি দীর্ঘদিন যাবৎ পরিবার নিয়ে পুরাতন ও ভাঙ্গা ঘরে মানবেতর জীবন যাপন করে আসছে। তার আবেদনের প্রেক্ষিতে জোন থেকে ০৩ বান ঢেউটিন অনুদান দেয়া হয়। দায়িত্বপূর্ণ এলাকার মোঃ খোরশেদ আলম, পিতা-মোঃ আছমত আলী, গ্রাম-আচালং মৌজা, ডাকঘর-তাইন্দং, প্রতিবন্ধী হাফেজ মোঃ জাফর আলী, পিতা-আবুল হোছন, গ্রাম-বটতলী, ডাকঘর-নয়াপাড়া, মোঃ শাহজাহান আলী (আনসার ভিডিপি), পিতা-মুসলিম মিয়া, গ্রাম-ইদ্রিস মিয়াপাড়া, ডাকঘর-তবলছড়ি সকলের উপজেলা-মাটিরাঙ্গা, জেলা- খাগড়াছড়ি বসত ঘর আগুনে পুড়িয়ে যাওয়ার তাদের আবেদনের প্রেক্ষিতে জোন থেকে ঘর মেরামতের জন্য ৩০ হাজার টাকা নগদ প্রদান করা হয়। দায়িত্বপূর্ণ এলাকায় শারদীয় দূর্গা পূজা উপলক্ষে ৩ টি পূজা মন্ডপে (ডাকবাংলা জগন্নাত মন্দির, তবলছড়ি লাইফু কারবারীপাড়া হরি মন্দির, তাইন্দং হেডম্যানপাড়া দূর্গা মন্দিরে) ৩০ হাজার টাকা নগদ প্রদান করা হয়। এছাড়াও সেংগারা টিলা সার্বজনীন রাধাকৃষ্ণ মন্দিরের ফ্লোর সংস্কার বাবদ ১৫ হাজার টাকা নগদ প্রদানসহ ০৪ জন অসুস্থ ব্যক্তির চিকিৎসা এবং ০৭ জন দুস্থ ও অসহায় ব্যক্তিকে মোট ৪০ হাজার ৫ শত টাকা নগদ প্রদান করেন। যামিনীপাড়া বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও স্টাফদের বেতন বাবদ ৪০ হাজার টাকা অনুদান দেয়া হয়।
প্রতি মাসের ন্যায় এ মাসেও আওতাধীন এলাকার ০৬ টি মাদ্রাসায় ৪শত ৫০ কেজি চাল বিতরণ করেন। মোট ১ লক্ষ ৭৩ হাজার ৭শতটাকার অনুদান প্রদান করেন এবং সর্বমোট সুবিধা ভোগীর সংখ্যা ১ হাজার ২শত ৬৮ জন (পাহাড়ি-৬শত ২৮ জন এবং বাঙালি-৬শত ৪০ জন)।