শিরোনাম
বুধ. ডিসে ২৫, ২০২৪

মানিকছড়িতে ৪টি পূজামন্ডপ পরিদর্শনকালে সিন্দুকছড়ি জোনের শুভেচ্ছা উপহার প্রদান


নুরুল আলম:: গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন এর মানিকছড়িতে ৪টি পূজামন্ডপ পরিদর্শনকালে শুভেচ্ছা উপহার প্রদান সিন্দুকছড়ি জোন কমান্ডার বিএ-৭২৩২ লেঃ কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা পিএসসি জি।

শুক্রবার (১১ অক্টোবর ২০২৪) বিকালে মানিকছড়ি উপজেলাধীন বাজারস্থ শ্রী শ্রী রাজ শ্যামা কেন্দ্রীয় কালী মন্দির, তিনটহরী শ্রী শ্রী সর্বজনীন দুর্গা মন্দির, একসত্যাপাড়া শ্রী শ্রী সর্বজনীন দুর্গা মন্দির ও তিনটহরী বড়ডলু অদৈত্ব অচুত্য ধাম পুজা মন্ডপ পরিদর্শন করেন ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনের জোন কমান্ডার বিএ-৭২৩১ লেঃ কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা পিএসসি, জি। এসময় উপস্থিত ছিলেন, মানিকছড়ি আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার বিএ-১০৯৮৯ ক্যাপ্টেন মাহাবুবুল বারি।

পরিদর্শন কালে জোন কমান্ডার মন্দিরের সার্বিক নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নেন। পূজা মন্ডপ কমিটিদের সাথে কথাবার্তা বলেন। কমিটির সদস্যরা নিরাপত্তার বিষয় নিয়ে সন্তোষ প্রকাশ করেন। প্রতিমা বিসর্জন পর্যন্ত সবাইকে সতর্কতার সহিত দায়িত্ব পালনের আহ্বান জানান।

পরিদর্শনকালে বাজারস্থ শ্রী শ্রী রাজ শ্যামা কেন্দ্রীয় কালী মন্দিরে ১০ হাজার টাকা, তিনটহরী শ্রী শ্রী সর্বজনীন দুর্গা মন্দিরে ১০ হাজার টাকা, একসত্যাপাড়া শ্রী শ্রী সর্বজনীন দুর্গা মন্দিরে ১০ হাজার টাকা ও তিনটহরী বড়ডুলু অদৈত্ব অচুত্য ধাম পুজা মন্ডপে ১০ হাজার টাকা সর্বমোট ০৪টি পুজা মন্ডপে ৪০ হাজার টাকা শুভেচ্ছা উপহার প্রদান করেন।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!