বিদ্যালয়ের সামনে যাত্রী ছাউনি উদ্বোধন ও বৃক্ষরোপণ
নুরুল আলম:: গুইমারা রিজিয়নের পক্ষ থেকে যাত্রী ছাউনি উদ্বোধন এবং বৃক্ষরোপণ করা হয়েছে। শহীদ লেফটেন্যান্ট মুশফিকুর উচ্চ বিদ্যালয়ের সম্মুখে এ যাত্রী ছাউনির উদ্বোধন ও বৃক্ষরোপণ করা হয়।
রবিবার (৬ অক্টোবর ২০২৪) শহীদ লেঃ মুশফিক উচ্চ বিদ্যালয়ের সামনে একটি যাত্রী ছাউনি উদ্বোধন বৃক্ষরোপণ করেন, গুইমারা ২৪ আর্টিলারি ব্রিগেড এর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিযার জেনারেল রাইসুল ইসলাম এস পি পি, এনডিসি, এ এফ ডব্লিউ সি, পি এস সি,এমফিল।
প্রধান অতিথি বলেন, পাহাড়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সব সময় প্রস্তুত রয়েছে। আর্থ সামাজিক উন্নয়ন এবং যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনীর প্রচেষ্টা অব্যাহত থাকবে। এরই ধারাবাহিকতায় গুইমারা রিজিয়ন নিয়মিত জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে বলে জানান তিনি।
এছাড়া, বাংলাদেশ সেনাবাহিনী সব সময় সকলের পাশে থেকে পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠায় নিরলস ভাবে কাজ করে যাবে এবং বিশৃঙ্খলা কারীদের ছাড়া দেয়া হবে না বলেও হুশিয়ারি জানান।
এতে সিন্ধুকছড়ি জোন কমান্ডার লে: কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা পিএসসি জি,ও উপ অধিনায়ক মেজর মোহাম্মদ হাসান মাহমুদ এসপিপি, পি এস সি,এবং অন্যান্য অফিসারা উপস্থিত ছিলেন।