শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪


নুরুল আলম: সংঘাত ও বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলনের ব্যানারে অনির্দিষ্টকালের জন্য বাজার বর্জনের আহ্বান ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপপ্রচার চালালেও খাগড়াছড়িতে সাপ্তাহিক হাটে কোন প্রভাব পড়েনি।

সোমবার(৭ অক্টোবর) সাপ্তাহিক বাজারের দিন খাগড়াছড়ি ছিল বাঙালিদের পাশাপাশি চাকমা, মারমা ও ত্রিপুরা সম্প্রদায়ের ক্রেতা-বিক্রেতার সবার উপস্থিত ছিল।

দূরপাল্লা ও অভ্যন্তরীণ সড়কে যানবাহন স্বাভাবিক চলাচলের পাশাপাশি খাগড়াছড়ি পৌর শাপলা চত্বরে ছিল রীতিমতো যানজট। বাজার স্বাভাবিক হওয়ায় খুশি পাহাড়ি-বাঙালি উভয় সম্প্রদায়ের ক্রেতা-বিক্রেতারা।

উল্লেখ, খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান শিক্ষক আবুল হাসনাত মুহাম্মদ সোহেল রানাকে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে পাহাড়ি শিক্ষার্থীরা গণপিটুনি দিয়ে হত্যার জেরে খাগড়াছড়িতে সহিংসতা ছড়িয়ে পড়ে।

সংঘাত ও বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলনের ব্যানারে তিন পার্বত্য জেলার সকল জেলা ও উপজেলা বাজার অনির্দিষ্টকালের জন্য বর্জনের ডাক দেয়।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!