শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

খাগড়াছড়িতে ভাঙচুর ও লুটপাটআ.লী-যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার


নুরুল আলম:: খাগড়াছড়িতে শিক্ষককে পিটিয়ে হত্যার জেরে ব্যবসা প্রতিষ্ঠা ও কেএসটিসি হাসপাতালে হামলা, ভাঙচুর-লুটপাটের ঘটনায় ৮ জনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাত দুই শতাধিক সন্ত্রাসীকে আসামি করে মামলা হয়েছে। এ মামলায় আওয়ামী লীগ-যুবলীগের ৫ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (৬ অক্টোবর) রাতে কেএসটিসি হাসপাতালের মালিক কল্যানী চাকমা বাদী হয়ে মামলাটি দয়ের করেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতেই অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত হচ্ছে, জেলা যুবলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরু মোহাম্মদ, যুবলীগ কর্মী ইসমাইল হোসেন, শাহজাহান ইমরান ও কামরুল হাসান।

উল্লেখ, গত ১ অক্টোবর এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ এনে পাহাড়ি শিক্ষার্থীরা খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান শিক্ষক আবুল হাসনাত মুহাম্মদ সোহেল রানাকে পিটিয়ে হত্যা করে। এর জেরে শহরে সহিংসতা ছড়িয়ে পড়ে। একদল দুস্কৃতিকারী মহাজন পাড়া ও পানখাইয়া এলাকায় অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠান ও কেএসটিসি হাসপাতালে হামলা চালিয়ে ব্যাপক লুটপাট চালায়।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!