নুরুল আলম:: হিন্দু সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষ্যে যামিনীপাড়া জোনের দায়িত্বপূর্ণ এলাকায় ৩ টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা উদ্যাপিত হবে। উক্ত পূজামন্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে মাটিরাঙাগার যামিনীপাড়া জোন। পূজামন্ডপসমূহ, ডাকবাংলা শ্রী শ্রী জগন্নাথ মন্দির, তবলছড়ি লাইফু কারবারীপাড়া হরি মন্দির এবং তাইন্দং হেডম্যানপাড়া দূর্গা মন্দির।
এছাড়াও পূজামন্ডপের নিকটবর্তী বিওপি ক্যাম্প থেকেও নিয়মিত ভাবে বিশেষ আধিপত্য বিস্তার টহল পরিচালনা করা হচ্ছে। যে কোন উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় উপজেলা প্রশাসন, পুলিশ, আনসার ভিডিপি এবং পূজা উদ্যাপন কমিটির সাথে সার্বক্ষণিক যোগাযোগ/সমন্বয় পূর্বক পূজামন্ডপের সার্বিক নিরাপত্তায় জোন সদরে একটি মনিটরিং সেল গঠনসহ দায়িত্বপূর্ণ এলাকায় গোয়েন্দা নজরধারী বৃদ্ধি করা হয়েছে।
পূজা মন্ডপ এর নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা স্থাপনে কারিগরি সহায়তা প্রদানসহ হেডম্যানপাড়া পূজা মন্ডপে সিসি ক্যামেরা না থাকায় যামিনীপাড়া জোন কর্তৃক আইপি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।