শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪


নুরুল আলম:
: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় রাতের অন্ধকারে বসত বাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩ সেপেটম্বর) গভীর রাতে উপজেলার তাইন্দং দক্ষিণ আচালং এলাকার খোরশেদ আলম (৪০) এর বসতঘরে এ ঘটনা ঘটে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

ভুক্তভোগী খোরশেদ আলম জানান, রাতে ঘুমানোর সময় কে বা কারা তার বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে রান্না ঘর, গরু ঘর ও বসতঘরসহ মোট তিনটি ঘর, আসবাবপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে গেছে। কিভাবে আগুন লেগেছে তা বলতে পারেননি তিনি।

তাইন্দং ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আমির হোসেন জানান, পার্বত্য এলাকাকে অস্থিতিশীল করার লক্ষে আওয়ামীগের একটি সন্ত্রাসী চক্র সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারই অংশ হিসেবে খোরশেদ আলমের বাড়িতে আগুন দেয়া হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

তাইন্দং বিওপির ক্যাম্প কমান্ডার সুবেদার মো. আনোয়ার হোসেন জানান, ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওই এলাকার সাম্প্রদায়িক সহ সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে। এটা কোন সাম্প্রদায়িক সহিংসতা নয়। ঠিক কি কারণে কে বা কারা আগুন দিয়েছে এখনো জানা যায়নী বলে জানান তিনি।

মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ তৌকিুল ইসলাম জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত হয়েছেন। মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সরেজমিনে পরিদর্শনে পথে আছেন। পরিদর্শন ও অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!