নুরুল আলম:: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় ইউরোপিয়ান ইউনিয়ন ( ইইউ) এর অর্থায়নে ও মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতায় অংশীদারিত্বের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রাম সহনশীল জীবিকার জন্য সহায়তা (পিআরএলসি) প্রকল্পের উপজেলা পুষ্টি কমিটি গঠন ও সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর ২০২৪) সকালে গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে পুষ্টি কমিটি গঠন ও সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পুষ্টি পরিষদ এর প্রধান মিক্সন চাকমা, উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা এবিএম কামরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, মৎস্য কর্মকর্তা দীপিন চাকমা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতাউর গণি ওসমানি, গুইমারা গভ মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক বাবলু হোসেন, হাফছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মংশে চৌধুরী, গুইমারা সদর ইউপি চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা, সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান রেদাক মারমা, গুইমারা প্রেসক্লাব সভাপতি নুরুল আলমসহ সরকারি বে-সরকারি কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এসময় পিআরএলসি প্রকল্পের উপজেলা পুষ্টি কমিটি গঠন করা হয়।