শিরোনাম
সোম. ডিসে ২৩, ২০২৪

‘পার্বত্য চট্টগ্রামে সম্প্রতি থাকবে, কাঁধে কাঁধ মিলেয়ে কাজ করবো’

নিজস্ব প্রতিবেদক:: স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ বলেছেন, পার্বত্য চট্টগ্রামে সম্প্রতি থাকবে। আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে এক সাথে কাজ করবো।

উপদেষ্টা হাসান আরিফ আরও বলেন, বৈঠকে সকলে একটি কথা বলেছে বাইরের থেকে একটি পক্ষ সম্প্রতি নষ্ট করতে ষড়যন্ত্র করছে। এ ব্যাপারে একটি শক্তিশালী তদন্ত কমিটি গঠন করা হবে। এর মাধ্যমে আইন শৃঙ্খলা বিনষ্টকারীদের আইনের আওতায় নিয়ে আসা হবে। আশা করছি রাঙামাটি একটি সুন্দর সম্প্রীতির শহর হিসেবে বাংলাদেশে তথা সারাবিশ্বে উদারহণ সৃষ্টি করবে।

শনিবার বিকেলে তিনটায় রাঙামাটির সাম্প্রদায়িক ঘটনা নিয়ে রিজিয়নের প্রান্তিক হলে জেলার স্থানীয় নেতৃবৃন্দের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করার সময় তিনি এসব কথা বলেন।

এদিকে স্বরাষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা লে. জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, এই যে ঘটনা ঘটছে, এইজন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন শক্তিশালী তদন্ত কমিটি গঠন করা হবে আমাদের সহকর্মীদের সাথে আলাপ করার পরে। আইনশৃঙ্খলা পরিস্থিতির কোন অবস্থায় অবনতি হতে দেওয়া যাবে না। যারা আইন শৃঙ্খলার অবনতি করবে তাদের কোন অবস্থায় ছাড় দেওয়া হবে না। ভবিষ্যতে তারা আবার চেষ্টা করলে তাদের হাত ভেঙ্গে দেওয়া হবে। আইন শৃঙ্খলা যাতে উন্নতি হয় সেই ব্যাপারে সহযোগিতা করবেন। আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসনকে সহযোগিতা করবেন। জনগণকে বুঝাবেন আইন শৃঙ্খলা পরিস্থিতি অটুট থাকে, ভাল থাকে। ভবিষ্যতে পাশে থাকার জন্য তিনি গণমাধ্যম কর্মীদের প্রতি অনুরোধ জানান।

এর আগে দুপুরে সাম্প্রদায়িক ঘটনা নিয়ে রাঙামাটির স্থানীয় নেতৃবৃন্দের সাথে দুই ঘন্টাব্যাপী বৈঠক করে উপদেষ্টারা।

বৈঠকে এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, পুলিশের আইজিপি মো. ময়নুল ইসলাম, চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. মাইনুর রহমান, রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শওকত ওসমান, জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেনসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা এবং স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত আছেন।

রাঙামাটিতে সাম্প্রদায়িক ঘটনায় পরিবহন ভাঙচুর এবং চালকদের মারধরের প্রতিবাদে আজ সকাল থেকে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। জেলার পৌর শহরে ১৪৪ ধারা জারি রয়েছে। দোকানপাট বন্ধ রয়েছে। সড়কে আইন শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার রয়েছে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ, বিজিবি মোতায়েন রয়েছে।

এদিকে সাম্প্রদায়িক ঘটনার জেরে পাহাড়িরাও আজ সকাল থেকে তিন পার্বত্য জেলার সড়ক ও নৌপথে ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা পালন করছে।

উল্লেখ্য, খাগড়াছড়ির দীঘিনালার ঘটনাকে কেন্দ্র করে গতকাল সকালে রাঙামাটিতে সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনায় একজন নিহত এবং উভয় পক্ষের ৫৩জন আহত হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকটি গাড়ী ভাঙচুর, মসজিদ, বৌদ্ধ বিহারে হামলা ও দোকানপাটে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!