চাঁদাবাজি বন্ধ,সড়কে শৃঙ্খলা ফিরানোসহ পুলিশি সহায়তার প্রতিশ্রুতি
নুরুল আলম:: খাগড়াছড়ি বাজার পরিদর্শন করেছেন খাগড়াছড়ির নবাগত পুলিশ সুপার আরেফিন জুয়েল। বরিবার (১৫ সেপ্টেম্বর ২০২৪) দুপুর ১২টার দিকে পরিদর্শনকালে খাগড়াছড়ি জেলা শহরের বাজার ব্যবস্থার খোঁজ খবর নেন তিনি।
এ সময়, জেলা শহরের প্রাণকেন্দ্র শাপলা চত্বর মুক্তমঞ্চ হয়ে মিনি সুপার মার্কেট,কেন্দ্রীয় মসজিদ,লক্ষ্মী নারায়ণ মন্দির সংলগ্ন ক্ষুদ্র ব্যবসায়ীদের মতামত নিয়ে ব্যবসায়ীদের পুলিশের পক্ষ থেকে আন্তরিক সহযোগিতা করার কথা জানান নবাগত পুলিশ সুপার। একই সাথে শহীদ কাঁদের সড়ক ঘুরে মুক্ত মঞ্চে এসে সাংবাদিকদের সাথেও কথা বলেন তিনি।
বাজার ব্যবসায়ীদের সাথে মতবিনিময় কালে খোঁজখবর নিয়ে চাঁদাবাজি বন্ধ,সড়কে শৃঙ্খলা ফিরানোসহ পুলিশি সহায়তার প্রতিশ্রুতি দেন পুলিশ সুপার আরেফিন জুয়েল।
তিনি বলেন,নতুন বাংলাদেশের পুলিশ জনকল্যাণে কাজ করে যাবে। জনগণের পাশে থেকে সর্ব্বাত্মক সহায়তাসহ কাউকে হয়রানি করা হলে বিষয়টি অভিযোগ পেলেই যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।
এতে খাগড়াছড়ি অতিরিক্ত পুলিশ সুপার মো. তরিকুল আলম,ওসি মো: বাতেন মৃধা,ট্রাফিক ইন্সপেক্টর সুপ্রিয় দেব,সার্জেন্ট তরুণ,জীপ সমিতির নেতৃবৃন্দ,বাজার পরিচালনা কমিটি,ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।