শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

গুইমারা ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা না থাকায় ভোগান্তিতে জনগণ


নুরুল আলম::
খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার ১নং গুইমারা সদর ইউনিয়ন পরিষদে র্দীঘদিন যাবৎ ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা না থাকায় ভোগান্তির স্বীকার হচ্ছে স্থানীয় জনগণ।

জানা যায়, খাগড়াছড়ি জেলার ৯ম তম উপজেলা গুইমারা। ৩টি ইউনিয়ন হাফছড়ি, সিন্দুকছড়ি ও গুইমারা সদর নিয়ে এই উপজেলাটি ২০১৪ সালে গঠন করা হয়। প্রসঙ্গত, হাফছড়ি ও সিন্দুকছড়িতে ইউনিয়ন পরিষদ ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা থাকলেও র্দীঘ সময় যাবৎ কোনো উদ্যোক্তা নেই গুইমারা সদর ইউনিয়ন ডিজিটাল সেন্টারে। যার ফলে স্থানীয় জনগণ সেবা গ্রহণ করতে এসে বিভিন্ন ভাবে হয়রানীর স্বীকার হচ্ছে প্রতিনিয়ত। এছাড়াও অপর এক সূত্রে জানা যায়, ৫ বছর চুক্তি মেয়াদের সিন্দুকছড়ি ও হাফছড়ি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদেরও চুক্তির মেয়াদ শেষ ।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, জন্ম নিবন্ধন, মাতৃত্বকালীন ভাতার আবেদনসহ সকল সেবা ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টার থেকে নিতে হয়। কিন্তু দুর্ভাগ্যবসতঃ গুইমারা সদর ইউনিয়ন ডিজিটাল সেন্টারে উদ্যোক্তা না থাকায় ভোগান্তির স্বীকার হতে হচ্ছে। দুরদুরান্ত থেকে এসেও সেবা না পেয়ে ফিরে যেতে হচ্ছে অনেককেই। এই সমস্যাটি নিরসন করা জরুরী বলে জানান তারা।

স্থানীয় সচেতন মহল বলেন, ডিজিটাল সেন্টার হচ্ছে ডিজিটাল বাংলাদেশ গড়তে জনগণের দোরগড়ায় তথ্য সেবা প্রদানের লক্ষ্যে সরকারের একটি তৃণমূল পর্যায়ের সেবামূলক যুগান্তকারী প্রতিষ্ঠান। এই সেবাকেন্দ্রের মাধ্যমে গ্রামীণ জনগণ স্বল্প সময়ে, কম মূল্যে বিভিন্ন প্রয়োজনীয় সেবা ঘরের কাছে পাবেন। এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠার মূল লক্ষ্য হচ্ছে জনগণের দোরগোড়ায় ই-সেবা পৌছে দেয়া। কিন্তু গুইমারা সদর ইউনিয়ন পরিষদ ডিজিটাল সেন্টারে কোনো উদ্যোক্তা না থাকায় এই প্রত্যন্ত অঞ্চলের মানুষ সুযোগ সুবিধাসহ নানান ভোগান্তিতে পড়তে হচ্ছে। তাই দ্রুত গুইমারা ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা নিয়োগের দাবি জানান।

উদ্যোক্তা নিয়োগের বিষয়ে ১নং গুইমারা ইউপি চেয়ারমান নির্মল নারায়ণ ত্রিপুরা জানায়, গুইমারা সদর ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারে র্দীঘদিন উদ্যোক্তা নেই কথাটি সত্য। আপতত ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) সকল কাজ দেখা শুনা করছে। অত্র ইউনিয়নের সকল সদস্যরা কর্মস্থলে উপস্থিত না হওয়ার কারনে উদ্যোক্তা নিয়োগ দেয়া সম্ভব হচ্ছে না। সকলের উপস্থিতিতে নিয়োগ দেয়া হবে বলে তিনি জানান।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!