নুরুল আলম:: পার্বত্য জেলা খাগড়াছড়িতে স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে গুইমারা রিজিয়নের তত্ত্বাবধায়নে সিন্দুকছড়ি জোন নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচী পরিচালনা করে আসছে।
এর ধারাবাহিকতায় ২৮ আগস্ট ২০২৪ বুধবার সিন্দুকছড়ি জোনের বাটনাতলী আর্মি ক্যাম্পের দায়িত্বপূর্ণ ছদুরখীল এলাকায় বন্যা ও পাহাড়ধসের পরবর্তী সময়ে অসহায় মানুষদের মাঝে বিশেষ মানবিক সহায়তা স্বরুপ নিত্য প্রয়োজনীয় চাল, আটা, ডাল, তৈল এবং বিভিন্ন ধরনের শুকনো খাবারসহ ত্রাণ সামগ্রী প্রদান করেন সিন্দুকছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা, পিএসসি, জি।
এ সময় তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকেই চিকিৎসা, খাদ্য ও বস্ত্র সহায়তা প্রদানের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে। আগামীতেও আমাদের এধারা অব্যাহত থাকবে। ত্রাণ সামগ্রী বিতরণকালে সিন্দুকছড়ি জোনের মানিকছড়ি আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মোঃ আসাদুজ্জামান খন্দকার ও অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।