নুরুল আলম:: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বাঙালিদের নিয়ে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার (২৮ আগস্ট) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে খাগড়াছড়ি পৌরসভার সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়।
বিক্ষোভকারীরা খাগড়াছড়ি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ও শাপলা চত্বরের মুক্তমঞ্চে পৃথক সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. রফিকুল ইসলাম।
বিক্ষোভ থেকে গত শুক্রবার খাগড়াছড়ি সফরকালে সুশীল সমাজের সাথে মতবিনিময়কালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বাঙালি জাতিকে হেয় করে অ-পাহাড়ি বলে বক্তব্য প্রদানের নিন্দা জানিয়ে অবিলম্বে বক্তব্যের জন্য ক্ষমা চাওয়া এবং এ ধরণের মানসিকতা থেকে বিরত থাকার হুঁশিয়ারি দেয়া হয়।
পাশাপাশি সম্প্রতি সময়ে পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীকে নিয়ে চলমান ষড়যন্ত্রের প্রতিবাদ জানানো হয়।