নুরুল আলম:: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী।
মঙ্গলবার (২৭ আগস্ট ২০২৪) সকালে গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, গুইমারা থানার অফিসার ইনর্চাজ মোঃ আরিফুল আমিন, উপজেলা প্রাণী ও সম্পদ বিষয়ক কর্মকর্তা মোঃ মাঈনুল ইসলাম, কৃষি কর্মকর্তা ওঙ্কার বিশ্বাস, পল্লি উন্নয়ন কর্মকর্তা এবিএম কামরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইসতিয়াক আহাম্মেদ, গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মোঃ ইউচুপ, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা আক্তার, সমাজ সেবা কর্মকর্তা আজিজুর রহমান আনজুম, গুইমারা সদর ইউপি চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুরা, গুইমারা প্রেসক্লাব সভাপতি নুরুল আলমসহ বিভিন্ন সরকারি বে-সরকারি কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা গুইমারা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা সম্পর্কে বিভিন্ন বিষয়ক আলোকপাত করেন। এছাড়াও কোথাও অনিয়ম দুর্নীতি হতে দেখলে প্রশাসনকে অবগত করার আহ্বান জানান।