নুরুল আলম:: খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত কর্মহীন অসহায় মানুষের মুখে খাবার তুলে দিতে সরকারের পক্ষে কাজ করে যাচ্ছে জেলা ও উপজেলা প্রশাসন। খুব শীঘ্রই ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু করা হবে।
সোমবার (২৬ আগস্ট) বেলা ১১টার দিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা গোমতি সাম্প্রতিক টানা বৃষ্টি ও পাহাড়ী ঢলে নদী ভাঙ্গন কবলিত গোমতি এলাকা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
গোমতি নদী ভাঙনের শিকার ব্যবসায়ী ও অধিবাসীদের সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়ে তিনি আরো বলেন, বন্যায় ক্ষতি নিরূপনের কাজ চলছে। নিরূপন শেষে সংশ্লিষ্টদের ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয়া হবে বলে জানান তিনি। এর আগে গোমতি ইউনিয়ন পরিষদ মাঠে ক্ষতিগ্রস্ত চার’শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এসময় মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী, সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইশতিয়াক আহম্মেদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গণ এবং মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া, উপজেলা ও গোমতি ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাগণ ও ক্ষতিগ্রস্তরা উপস্থিত ছিলেন।