শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

নুরুল আলম:: পার্বত্য জেলা খাগড়াছড়ির গুইমারাতে কোটি টাকা মূল্যের একটি গাড়িতে অগ্নি সংযোগ করেছে দুর্বৃত্তরা। ২০ আগস্ট মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার যৌথ খামার এলাকায় ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্র জানায়, খাগড়াছড়ি থেকে (ঢাকা মেট্রো ঘ -১৫.৭৬৩০) নাম্বারের একটি ভিআইপি গাড়ি গুইমারা বাজারের দিকে আসছিল। গাড়িটি উপজেলার যৌথ খামার এলাকায় পৌঁছালে পথিমধ্যে উৎপেতে থাকা একদল দুর্বৃত্ত কয়েকটি ফাঁকা গুলি করে। এ সময় গাড়িতে থাকা ড্রাইভারসহ দুই ব্যক্তি জীবন রক্ষার্থে পালিয়ে যায়। পরে দুর্বৃত্তরা গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। তবে গাড়ি থেকে পালিয়ে যাওয়া ব্যক্তিদের সম্পর্কে কোনো তথ্য পাওয়া না গেলেও ধারণা করা হচ্ছে এটি খাগড়াছড়ির সাবেক সংসদ সদস্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরার গাড়ি।

উল্লেখ, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আত্মগোপনে চলে যান সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা। ফেলে গেছেন, বাড়ী, গাড়ি ও রিসোর্টসহ হাজার কোটি টাকার সম্পদ। দখল, প্রতিপক্ষকে নির্যাতন, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে পাশাপাশি তার বিরুদ্ধে ছিল নারী কেলেংকারী, মদ ও জুয়ার আসর বসানোর অভিযোগ।

জেলার সকল উপজেলা আওয়ামীলীগের নেতারা এমপির কাছে প্রজেক্ট প্রকল্প চাইতে গেলে মোটা অংক দিতে হতো নয়তো প্রজেক্ট প্রকল্প অনুমোদন দিতো না।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলাম জানান, গাড়িটিতে অগ্নি সংযোগের সংবাদ পেয়ে আমরা সাথে সাথে ঘটনাস্থলে গিয়েছি। এটি কার গাড়ি এ বিষয়ে তদন্ত চলছে। একই সাথে কারা ঘটনাটি ঘটিয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!