নুরুল আলম: ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যার প্রতিবাদে ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে খাগড়াছড়ি জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) শহরের বিভিন্ন স্থান থেকে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা মিছিল নিয়ে জেলা বিএনপির কার্যালয়ে উপস্থিত হন।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা, মংসুথোয়াই চৌধুরী, যুগ্ম সম্পাদক এড. মালেক মিন্টু, মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আবু তালেব, সদর উপজেলা বিএনপির সভাপতি মফিজুর রহমান, সাধারণ সম্পাদক আবুল হাসেম ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম রাসেল, সদর পৌর বিএনপি সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মীর হোসাইন, জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, সাধারণ সম্পাদক শাহেনা আক্তার, জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজ, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াসিম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহেদুল আলম জাহিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান সাগর, সদস্য সচিব নূর মোহাম্মদ হৃদয়, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রোকন চৌধুরী, জেলা তাঁতী দলের সভাপতি আলমগীর মিয়া, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন প্রমুখ।