শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

কুজেন্দ্র লাল ত্রিপুরাসহ আ. লীগের ৮ শতাধিক নেতাকর্মীর নামে মামলা

নুরুল আলম:: খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুঁইয়ার বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাকে প্রধান আসামি করে ৮ শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মীর নামে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় কুজেন্দ্র লাল ত্রিপুরাসহ পাঁচ শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মীর নাম উল্লেখ করে আরো ৩ শতাধিক অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. ফখরুল ইসলাম মামলা গ্রহণ করার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

উল্লেখ, গত ৪ আগস্ট শিক্ষার্থীদের সাথে আওয়ামী লীগের নেতাকর্মীদের টানা প্রায় ৫ ঘণ্টা সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের এক পর্যায়ে আওয়ামী লীগের সন্ত্রাসীরা গুলি করতে থাকে এবং খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুঁইয়ার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় সন্ত্রাসীরা বাংলাভিশনের জেলা প্রতিনিধি এইচ এম প্রফুল্ল’র বাড়িতে ও অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট চালায়।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!