নুরুল আলম:: বৈষম্যবিরোধী সাংবাদিকতা প্রতিষ্ঠায় খাগড়াছড়ি প্রেসক্লাব পুনর্গঠন পরবর্তী আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন, খাগড়াছড়ি প্রেসক্লাবের নবগঠিত কমিটির সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য।
সোমবার (১২ আগস্ট ২০২৪) সকাল ১০ ঘটিকায় খাগড়াছড়ি প্রেসক্লাব কার্যালয়ে বৈষম্যবিরোধী সাংবাদিকতা প্রতিষ্ঠা নিয়ে আলোচনা করা হয়। এতে জেলার ৯টি উপজেলার সকল গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
এসময় খাগড়াছড়ি জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মজুমদার, মানিকছড়ি উপজেলা প্রেসক্লাবের উপদেষ্ঠা জাহাঙ্গির আলম, গুইমারা প্রেসক্লাব সভাপতি নুরুল আলম, লক্ষ্মীছড়ি প্রেসক্লাব সভাপতি মোবারক হোসেন, পানছড়ি উপজেলা প্রেসক্লাব সভাপতি শাহজাহান কবির সাজু, রামগড় উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি শ্যামল রুদ্র, রামগড় প্রেসক্লাব সভাপতি নিজাম উদ্দিন লাভলুসহ অনেকেই বৈষম্যহীন সাংবাদিকতা প্রতিষ্ঠার উপর বিভিন্ন তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।
সভার সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য বলেন, খাগড়াছড়ি প্রেসক্লাব বৈষম্যবিরোধী সাংবাদিকতা প্রতিষ্ঠার লক্ষে অবিরাম ছুটে চলার প্রত্যয়ে এক সাহসী অভিযাত্রা শুরু হয়েছে। এখন থেকে সকল অন্যায়, জুলুম, কালো ছাঁয়ার অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে খাগড়াছড়ি প্রেস ক্লাবের গণমাধ্যমকর্মীবৃন্দ অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করতে হবে।
সভা শেষে সকল গণমাধ্যমকর্মীদের নিয়ে শাপলা চত্তর পর্যন্ত র্যালি হয়ে পুনরায় প্রেসক্লাব কার্যালয়ে গিয়ে প্রীতিভোজের মাধ্যমে সমাপ্তি করা হয়।