শিরোনাম
সোম. ডিসে ২৩, ২০২৪

নুরুল আলম:: রাঙামাটির নানিয়ারচর উপজেলার পরিষদ চেয়ারম্যান অমর জীবন চাকমাকে চারটি হত্যা মামলা ও চাঁদাবাজির মামলায় জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন রাঙ্গামাটি জেলা ও দায়রা জজ আদালত।

রোববার (২৪ জুলাই) চারটি হত্যাকাণ্ড ও একটি চাঁদাবাজির মামলার জন্য জেলা ও দায়রা সিনিয়র জজ মো. শহীদুল ইসলাম এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. রফিকুল ইসলাম বলেন, রাঙামাটির নানিয়ারচর উপজেলার পরিষদ চেয়ারম্যান অমর জীবন চাকমা এলাকায় চারটি পৃথক হত্যাকাণ্ডের ঘটনার অভিযুক্ত আসামি। এ ছাড়া তার বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলাও রয়েছে। রোববার আসামি স্বেচ্ছায় আদালতে হাজির হয়ে রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতে জামিন প্রার্থনা করলে আদালত তার জামিন না মঞ্জুর করেন। একই সাথে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

অমর জীবন চাকমার আইনজীবী অ্যাডভোকেট উষাময় খীসা বলেন, অমর জীবন চাকমা সকল মামলায় হাইকোর্টের নির্দেশে আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়েছেন। বিজ্ঞ আদালত জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, রাঙামাটির নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান অমর জীবন চাকমার বিরুদ্ধে ২০১৮ সালের নানিয়ারচর উপজেলার শান্তিদেব চাকমাকে হত্যা, একই উপজেলার শক্তিমান চাকমাকে হত্যা ও কালোময় চাকমাকে অপহরণে পর হত্যা, লংগদু উপজেলার নিরীহ রঞ্জন চাকমা ওরফে জঙ্গলি চাকমাকে হত্যার ঘটনার সাথে জড়িত বলে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করা হয়।

এ ছাড়া ২০০৭ সালে পুলিশ বাদী হয়ে একটি চাঁদাবাজির মামলাও দায়ের করেন তার বিরুদ্ধে। শুধু তাই নয়, এসব মামলায় ইউপিডিএফ নেতা প্রসিত খীসাসহ আরও ২৯ জন অভিযুক্ত রয়েছে।

উল্লেখ্য, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে অনুষ্ঠিত ভোটে নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন অমর জীবন চাকমা। এর আগে, তিনি একই উপজেলার ৪ নম্বর ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!