নুরুল আলম:: রাঙামাটির মসজিদগুলোতে কোটা সংস্কার আন্দোলন চলাকালীন সহিংসতার ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা এবং আহতদের সুস্থতার জন্য দোয়া করা হয়েছে।
শুক্রবার (২৬ জুলাই) জুম্মার নামাজের পর জেলার স্ব-স্ব মসজিদগুলোতে মিলাদ ও মোনাজাত পরিচালনা করা হয়।
এদিকে জেলা শহরের সবচেয়ে পুরনো মসজিদ কাঠালতলী জামে মসজিদে কোটা সংস্কার আন্দোলন চলাকালীন সহিংসতার ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনায় মিলাদ ও মোনাজাত করা হয়। মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন, মসজিদের খতিব মৌলবী সিকান্দর হোসেন রিজবী।
মোনাজাতে নিহতদের জন্য দোয়ার পাশাপাশি দেশ, জাতি, ইসরাইলের বর্বরোচিত আক্রমণ থেকে ফিলিস্তিনি মুসলমানের রক্ষা এবং মুসলিম উম্মার উন্নয়নে দোয়া করা হয়। মোনাজাতে অসংখ্য মুসল্লী অংশ নেন।