নুরুল আলম: অবৈধভাবে বৃক্ষনিধনকারীরা পৃথিবীর শত্রু বলে মন্তব্য করেছেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গনে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার উদ্ধোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এমপি বলেন, প্রায় সময় দেখা যায় রাজনীতির নামে বৃক্ষনিধন করা হচ্ছে। তাদের কোন ভাবে বুঝানো যাচ্ছে না বৃক্ষ একটি দেশের সম্পদ নয়, এটি পুরো বৈশ্বিক সম্পদ। আমরা গাছ লাগিয়ে যাবো, মানুষ বাঁচাবো।
এমপি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের প্রথম নেত্রী যিনি নিজ খরচে জলবায়ু তহবিল গঠন করেছিলেন।
এবারের বৃক্ষরোপন অভিযানের প্রতিপাদ্য হলো- ‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’।
এরপর অতিথিরা বিভিন্ন বিদ্যালয়ের স্কুল শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ, পৌরসভা প্রাঙ্গনে গাছের চারা রোপন এবং বৃক্ষমেলা পরিদর্শন করেন।
জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খানের সভাপতিত্বে জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, রাঙামাটি অঞ্চলের বন সংরক্ষক মোহাম্মদ মিজানুর রহমান, পুলিশ সুপার মীর আবু তৌহিদ, সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, রাঙামাটি জোনের ট্যুরিস্ট পুলিশ সুপার মুহিউল ইসলাম, রাঙামাটি পৌরসভা মেয়র আকবর হোসেন চৌধুরীসহ বন বিভাগের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এদিকে বৃক্ষ রোপন অভিযান উপলক্ষে পৌরসভা প্রাঙ্গনে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার আয়োজন করা হয়েছে। মেলা চলবে আগামী ৩১ জুলাই পর্যন্ত।