নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পানিতে ডুবে মো. সাইফুল ইসলাম (১২) নামে স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার (১৭ জুলাই) দুপরের দিকে মাটিরাঙ্গা পৌরসভার লাতু লিডারপাড়া চৌধুরীর লেকে এ দুর্ঘটনা ঘটে।
সাইফুল মাটিরাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ফরিদ ডিলারপাড়ার কৃষক জয়নাল আবদিসের ছেলে ও মাটিরাঙ্গা মিউনিসিপল স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণীর ছাত্র।
বিষয়টি নিশ্চিত করেছেন ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আলমগীর হোসেন।
তিনি জানান, দুপুরে ৩ বন্ধু গোসল করতে পার্শ্ববর্তী চাইলাফ্রু চৌধুরীর লেকে যায়। সাঁতার না জানায় গোসল করার সময় সাইফুল পানিতে তলিয়ে যায়। সাথে থাকা অপর ২ বন্ধু খবর দিলে এলাকার লোকজন গিয়ে তাকে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্য ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ কমল কৃঞ্চ ধর বলেন, লাশের সুরতহাল শেষে পরবর্তী পদক্ষেপ গ্রহণে বিধি মোতাবেক প্রয়োনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।