নুরুল আলম:: ২০২৪-২৫ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়ি পৌরসভার। সোমবার (৮ জুলাই ২০২৪) দুপুরে খাগড়াছড়ি পৌরসভার সম্মেলন কক্ষে বাজেট ঘোষণা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২০২৪-২৫ অর্থ বছরে বাজেট ঘোষণা করেন খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী।
নতুন অর্থ বছরে রাজস্ব আয় নির্ধারণ করা হয়েছে ১ শ ১৯ কোটি ৪৫ লাখ ২৭ হাজার ৬ শ ১৫ টাকা এবং রাজস্ব ব্যয় ধরা হয়েছে ১ শ ৭ কোটি ৩২ লাখ ৫৯ হাজার ৬ শ ৮ টাকা। নতুন বাজেটে গৃহ ও ভূমির উপর কর বাড়ানো হয়নি।
মশক নিধন ও কোভিড ১৯ মোকাবেলায় সমাপনী অর্থবছরের সাথে মিল রাখা হয়েছে। বেড়েনি বরাদ্দ। উন্নয়ন ও সংস্কার মেরামত খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে। উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।