শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

নুরুল আলম:: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় বন্যার পানি নেমে গেলেও সাপের উপদ্রব বেড়েছে। বাঘাইছড়েতে সাপের কামড়ে জুঁই আক্তার ও কুলসুম নামের দুই জন আহত হয়েছে।

রোববার (৭ জুলাই) বিকেলে বাড়িরতে অবস্থানকালে সাপে কামড়ে তাদের।

আহতরা হলেন- বাঘাইছড়ি উপজেলার জুঁই আক্তার (২) ও মুসলিম ব্লক এলাকায়র কুলসুম বেগম (৫০)।

আহত অবস্থায় বাঘাইছড়ি হাসপাতালে নিয়ে আসলে দ্রুত চিকিৎসা দেয়া হয়। পরে দু’জনেই বিপদমুক্ত বলে জানায় চিকিৎসক।

বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডা. তাপস কান্তি মজুমদার বলেন, হাসপাতালে ভর্তি দু’জন সাপের কামড়ে আহত হয়েছেন। বর্তমানে চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছে। তবে যে সাপ কামড়েছে সেগুলো বিষধর সাপ নয়। দু’জনেই এখন আশঙ্কা মুক্ত।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার হাসপাতালে চিকিৎসাধীন রোগীর খোঁজ নিয়েছেন এবং সবাইকে বাড়তি সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ করেছেন।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!