শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

নুরুল আলম:: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সহপাঠীদের সঙ্গে স্কুল থেকে বাড়ি ফেরার পথে কাচালং নদীর স্রোতে ভেসে গেছে কৃতিত্ব চাকমা নামে এক স্কুলছাত্র। সে বাঘাইছড়ি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

বুধবার (০৩ জুলাই) এমন তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার। নিখোঁজ কৃতিত্ব মধ্যম বাঘাইছড়ি গ্রামের মিল্টন চাকমার ছেলে।

বাঘাইছড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শান্তি বিকাশ চাকমা বলেন, মঙ্গলবার বিকেলে স্কুল শেষে কৃতিত্ব চাকমা সহপাঠীদের সঙ্গে বাঘাইছড়ি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নারিকেল বাগান সড়ক হেঁটে পার হওয়ার সময় পা পিছলে পড়ে গিয়ে নদীর পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করলেও তাকে পাওয়া যায়নি।

গুইমারায় খালের পানিতে ডুবে ৯ বছর বয়সী শিশুর মৃত্যু

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার মাস্টার পাড়া এলাকায় খালের পানিতে ভাসা বাঁশ ঝাড়ের সাথে আটকা অবস্থায় ৯বছর বয়সী এক উপজাতী ছেলেকে মৃত অবস্থায় উদ্ধার করে গুইমারা থানা পুলিশ।

গুইমারা থানা সুত্রে জানায়, ১ জুলাই রাতে ৮ থেকে ৯ বছরের একটা ছেলে মিসিং সংক্রান্তে থানায় সাধারণ ডায়েরি হয়েছিল। পরবর্তীতে বিভিন্ন দিকে খোঁজা খুঁজির এক পর্যায়ে ৩ জুলাই সকাল ১১টায় স্থানীয় এক খালে পানিতে ভাসা অবস্থায় ছেলেটির লাশ পাওয়া যায়। আরো জানায়ম মৃতব্যক্তির নাম অংশাচীন মারমা বয়স ৯ বছর। পিতা, চাইসা মারমা, সাং বটতলী লামছুবাজার।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ১ তারিখে প্রবল বৃষ্টির কারণে বাড়ির পাশের খালের প্রবল বর্ষনের ফলে পাহাড়ি ঢলের স্রোতে খালে পড়ে গিয়ে স্রোতে ভেসে যায়। এই বিষয়ে তদন্ত স্বাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!