নুরুল আলম :: ময়না এখন প্রায় বিলুপ্ত। আগের মতো দেখাও মেলেনা তাদের। পাঁচারকারীরা এখনো পাহাড়
থেকে সমতলের বিভিন্ন জেলায় পাঁচারে সক্রিয় এসব পাহাড়ি ময়না পাখি।
এমনি এক ঘটনা কালিন সময়ে খাগড়াছড়ি থেকে পাঁচার করার সময় ছয়টি
পাহাড়ি ময়না জব্দ করেছে খাগড়াছড়ি বন বিভাগ।
শুক্রবার (২৮ জুন ২০২৪) সকাল সাড়ে ১১টার দিকে শান্তির ফেনী বাস থেকে
পাখিগুলো জব্দ করা হয়। পাখিগুলো উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন খাগড়াছড়ি
বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা এস এম মোশাররফ হোসাইন। রেঞ্জ কর্মকর্তা
এস এম মোশাররফ হোসাইন জানান, পাহাড়ি ময়নাগুলো খাগড়াছড়ি থেকে
ফেনীতে একটি চক্র পাঁচার করছিল।
এ সময় তিনি আরো জানান, অভিযান চালিয়ে যাত্রীবাহী ফেনীর বাস থেকে
ছয়টি ময়না পাখি জব্দ করি। বন বিভাগের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা
পালিয়ে যায়। ময়নাগুলো উদ্ধার করে রেঞ্জ কার্যালয়ে রাখা হয়েছে।