নুরুল আলম::রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম শিয়ালদহ, অরুণ পাড়া, তারুম পাড়া, বেটলিং, নিউথাংনাং পাড়ায় ছড়িয়ে পড়েছে জ্বর কাশি রক্ত বমি ও ডায়রিয়া। এসব এলাকায় কমিউনিটি ক্লিনিক ও হাসপাতাল না থাকায় চিকিৎসার অভাবে মুমূর্ষু অবস্থায় পড়ে আছে অর্ধশতাধিক মানুষ।
রোববার (২৩ জুন) ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়ন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সম্মিলিত মেডিকেল টিম সাজেকের দুর্গম এলাকায় চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ শুরু করে। পাশাপাশি দেয়া হচ্ছে পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট ও খাবার স্লাইন।
সাজেকের দুর্গম এসব এলাকায় সড়ক যোগাযোগ ব্যবস্থা না থাকায় চিকিৎসা সরঞ্জাম ও চিকিৎসক পাঠানো খুবই কষ্ট সাধ্য টানা দুই তিন দিনের পথ পায়ে হেঁটে পৌঁছাতে হয়। গত ২০১৬-২০২০ ও ২০২৩ সালে এসব এলাকায় ডায়রিয়া ও হামে আক্রান্ত হয়ে ৯ শিশু সহ ১৫ জন গ্রামবাসীর মৃত্যু হয়।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার বলেন, এবার বিজিবি ও স্বাস্থ্য বিভাগের আগাম প্রস্তুতির ফলে সাজেকে বিনা চিকিৎসায় আরকেও মারা যাবে না বলে আশা করেন।