শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

পেইড পিয়ার ভলান্টিয়াররা আন্দোলনে রাস্তায়

নুরুল আলম:: খাগড়াছড়িতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে কর্মরত পেইড পিয়ার ভলান্টিয়ার কার্যক্রম বন্ধের আদেশ স্থগিত চেয়ে মানববন্ধন করেছে ভুক্তভোগিরা। এ সময় তারা ৫ম স্বাস্থ্য জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচি ২০২৪/৩০ এ তাদের অন্তর্ভুক্তির দাবীও জানান বিভিন্ন উপজেলার পেইড পিয়ার ভলান্টিয়ার।

বুধবার (২৬ জুন ২০২৪) খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন উপজেলায় কর্মরত ১৩৮ জনের মধ্যে শতাধিত ভোলান্টিয়ার অংশ নেন। এতে বক্তব্য রাখেন মানববন্ধনের সমন্বয়ক নূরজাহান আক্তার, সহ সমন্বয়ক রিকু সিকদার, সুনিতা ত্রিপুরা, জেসমিন আক্তার।

মানববন্ধন থেকে বক্তারা বলেন, ২০১৮সালের পর থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন উপজেলায় পেইড পিয়ার ভলান্টিয়ার হিসেবে কর্মরত আছি। যা দিয়ে নিয়ে চুক্তি ভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হওয়া হঠাৎ করে চাকরী শেষের নোটিশ জারি করে। ফলে আমরা আমাদের পরিবার নিয়ে অনিশ্চিত ভবিষ্যতে দিকে যাচ্ছি।

তাই মানববন্ধন থেকে চাকরির চুক্তি নবায়ন করার দাবী জানানো হয়। পরে একই দাবীতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলীপি দেয়া হয়।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!