শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

মৃত্যুঞ্জয়ীদের গল্প, মুক্তিযুদ্ধে গুইমারা” র্শীষক বই বিতরণ শেষে

নুরুল আলম: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী।

বুধবার (২৬ জুন ২০২৪) সকালে গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক আইন শৃঙ্খলা সভায় প্রধান অতিথি ছিলেন, গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা। এছাড়াও অন্যান্যদের মধ্যে ছিলেন, গুইমারা থানার অফিসার ইনর্চাজ মোঃ আরিফুল আমিন, গুইমারা উপজেলা ভাইস চেয়ারম্যান কংজরী মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা এবিএম কামরুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা আক্তার, গুইমারা প্রেসক্লাব সভাপতি নুরুল আলম, গুইমারা সদর, হাফছড়ি ও সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যানগণসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

এসময় গুইমারা উপজেলা বিভিন্ন আইন-শৃঙ্খলা বিষয়ক আলোচনা করা হয়। আলোচনায় উপস্থিত সাংবাদিক ও গণ্যমান্যরা এলাকার বিভিন্ন অনিয়ম দূর্নীতি ও মাদক ব্যবসায়ীদের নিমূর্লে বিষয় আলোকপাত করে। পরে গুইমারা থানার অফিসার ইনচার্জ ও উপজেলা নির্বাহী অফিসার অনিয়ম দুর্নীতি ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস প্রদান করেন।

উল্লেখ্য, আইন-শৃঙ্খলা সভার পূর্বের প্রধানমন্ত্রীর ২৭ দফা নির্দেশনা বাস্তবায়নে উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের মাঝে “মৃত্যুঞ্জয়ীদের গল্প, মুক্তিযুদ্ধে গুইমারা” র্শীষক বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বইটিতে গুইমারা উপজেলায় সংঘটিত মুক্তিযুদ্ধের ইতিহাস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর এর জীবনী সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে বলে জানান।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!