নুরুল আলম:: আসন্ন পবিত্র ঈদ-উল-আযহাকে সামনে রেখে গুইমারা উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভার সভাপতিত্ব করেন, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী।
বুধবার (১২ জুন ২০২৪) সকালে গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন, গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা। এছাড়াও অন্যান্যদের মধ্যে গুইমারা থানার অফিসার ইনর্চাজ মোঃ আরিফুল আমিন, গুইমারা সরকারি গভ. মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক বাবলু হোসেন, গুইমারা সদর ইউপি চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুরা, গুইমারা দাখিল মাদ্রাসা সুপার জয়নুল আবেদীন, গুইমারা প্রেসক্লাব সভাপতি নুরুল আলমসহ বিভিন্ন মসজিদের ইমাম, সরকারি-বেসরকারি কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ঈদ-উল-ফিতরে গুইমারায় দুটি সড়ক দূর্ঘটনায় ২জন নিহত হয়েছে। তারই প্রেক্ষিতে সড়কে অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন না করা, ভাড়া বৃদ্ধি না করা, বেপরোয়া গতিতে যানবাহন না চালানো বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।
এসময় সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী বলেন, ঈদ-উল-আযহা উপলক্ষে প্রতিবারের মতো এবারও গরুর হাটে জাল টাকা শনাক্তকরণ মেশিন স্থাপন ও বাড়তি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করতে হবে। গুরুর চামড়া সঠিক নিয়মে বিক্রয় এবং সংরক্ষণের জন্য বিভিন্ন মসজিদ/মাদ্রাসার পরিচালনাকারী ও স্থানীয়দের মাঝে নিদের্শনা প্রদান করেন। এছাড়াও বিভিন্ন দিকনিদের্শনামূলক বক্তব্য প্রদান করেন তিনি।