নুরুল আলম:: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে বেঞ্চ বিতরণ করা হয়েছে। বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী।
রবিবার (৯ জুন ২০২৪) গুইমারা গভ. মডেল হাই স্কুলের অডিটরিয়াম ভবনে অনুষ্ঠিত বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, গুইমারা উপজেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মোঃ শাহজাহান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ ইসহাক, গুইমারা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী প্রমুখ।
এসময় ১১টি শিক্ষা প্রতিষ্ঠানকে সর্বমোট ১৩৪ জোড়া বেঞ্চ বিতরণ করা হয়েছে। এর মধ্যে জালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১২ জোড়া, হাফছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১২ জোড়া, বড়পিলাক সরকারি প্রাথমিক বিদ্যালয় ১২ জোড়া, ডেবলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ১২ জোড়া, তৈমাতাই প্রকল্প সরকারি প্রাথমিক বিদ্যালয় ১২ জোড়া, বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ১২ জোড়া, লম্বাছড়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১০ জোড়া, ছোট পিলাকম সরকারি প্রাথমিক বিদ্যালয় ১০ জোড়া, সিন্দুকছড়ি মুড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১০ জোড়া, খুমপৈ সরকারি প্রাথমিক বিদ্যালয় ১০ জোড়া ও শহীদ লেঃ মুশফিক উচ্চ বিদ্যালয় ১০ জোড়া করে বেঞ্চ পেয়েছেন।
এসময় অতিথিরা বলেন, বর্তমান সরকার শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এছাড়াও বিভিন্ন দিকনিদের্শনা মূলক বক্তব্য প্রদান করেন।