নুরুল আলম:: রাঙামাটির বিলাইছড়ি উপজেলার বড়থলি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতুমং মারমা হত্যা মামলার আসামি ত্রিপুরা জনগোষ্ঠীর চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (০৩ জুন) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন, পুলিশ সুপার মীর আবু তৌহিদ।
পুলিশ সুপার বলেন, রোববার দিনগত মধ্যরাতে জেলা শহরের রিজার্ভ বাজার এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ওয়াইভার ত্রিপুরা (৫০), সাধু চন্দ্র ত্রিপুরা (৫৩), সত্য চন্দ্র ত্রিপুরা (৫৯) এবং সুজন ত্রিপুরা (৫৭)। তারা মামলার এজহারভুক্ত আসামি এবং ওই ইউনিয়নের বাসিন্দা।
আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজ তাদের আদালতে নিয়ে যাওয়া হবে যোগ করেন এসপি।
এর আগে, গত ২১ মে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নিবাচনের দিন রাতের আঁধারে সন্ত্রাসীদের হামলায় নিজের মারমাপাড়ায় গুলিবিদ্ধ হন আতুমং মারমা। হাতে ও পায়ের উরুতে গুলি লাগে তার। আহত অবস্থায় তাকে উদ্ধার করে বান্দরবানের রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। এরপর উন্নতি চিকিৎসা দিতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯ দিন পর ৩০ মে রাতে মারা যান তিনি।
এ ঘটনায় পরদিন ৩১ মে সন্ধ্যায় নিহত চেয়ারম্যানের বড় ভাই ক্যাচিমং মারমা বাদী হয়ে বিলাইছড়ি থানায় হত্যা মামলা দায়ের করেন।