নুরুল আলম:: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় কাজুবাদাম ও কফি গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় ১ দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন, গুইমারা উপজেলা কৃষি কর্মকর্তার ওঙ্কার বিশ্বাস।
সোমবার (৩ জুন ২০২৪) সকালে গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণের প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) কৃষিবিদ মোহাম্মদ বাছিরুল আলম। বিশেষ অতিথি ছিলেন, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপ-সহকারী কৃষি অফিসার আব্দুর রহিম মজুমদার ও মজিবুর রহমান।
এসময় উপস্থিত ৬০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে কাজুবাদাম ও কফি গবেষনা , উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় ১দিন ব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়।
পরে অতিথিরা কাজুবাদাম ও কফি চাষের উপর বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যাদি সকলের উদ্দেশ্যে উপস্থাপন করেন এবং সকলকে মাননীয় প্রধানমন্ত্রীর নিদের্শনা মোতাবেক পেনশন স্কিমে অর্ন্তভুক্ত হওয়ার পরামর্শ দেন।