নুরুল আলম:: খাগড়াছড়ি জেলার গুইমারায় মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী।
বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৪ইং) সকালে গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গুইমারা থানার অফিসার ইনর্চাজ মোঃ আরিফুল আমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, কংজরী মারমা, গুইমারা সরকারি কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন, উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, গুইমারা সদর ইউপি চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুরা, সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান রেদাক মারমা, গুইমারা প্রেসক্লাব সভাপতি নুরুল আলম প্রমুখ।
সভায় উপস্থিত অতিথিরা এলাকার আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি অনিয়ম ও দুর্নীতির যাতে না হয় সেবিষয় আলোকপাত করেন। এছাড়াও বিভিন্ন দিক নিদের্শনামূলক বক্তব্য প্রদান করেন।