শিরোনাম
সোম. ডিসে ২৩, ২০২৪

খাগড়াছড়ির মহালছড়ি ও লক্ষ্মীছড়িতে নির্বাচিত হলেন যারা

উপজেলা পরিষদ নির্বাচন

নিজস্ব প্রতিবেদক:: ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে খাগড়াছড়ির মহালছড়িতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন) সমর্থিত বিমল কান্তি চাকমা ও লক্ষ্মীছড়িতে ইউপিডিএফ প্রসীত সমর্থিত সুপার জ্যোতি চাকমা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বেসরকারি ফলাফলে মহালছড়িতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন) সমর্থিত বিমল কান্তি চাকমা (কাপ-পিরিচ) প্রতীক নিয়ে ১০ হাজার ১৩৪ ভোট পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কংজরী চৌধুরী (আনারস) প্রতীক নিয়ে পেয়েছেন ৭ হাজার ৮৫২ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে মো. জসিম উদ্দিন ও নারী ভাইস চেয়ারম্যান সুইনুচিং চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

লক্ষ্মীছড়ি উপজেলায় ইউপিডিএফ প্রসীত সমর্থিত প্রার্থী সুপার জ্যোতি চাকমা (মাছ) প্রতীক নিয়ে ৮ হাজার ২৮৫ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম আওয়ামী লীগের সাথোয়াই অং মারমা (আনারস) প্রার্থী পেয়েছেন ৬ হাজার ৮৩০ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে রতন বিকাশ চাকমা (টিউবওয়েল) নিয়ে ৮ হাজার ৬২৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রাজেন্দ্র চাকমা (চশমা) প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৩২১ ভোট।

নারী ভাইস চেয়ারম্যান পদে আয়ক্রই মারমা (ফুটবল) প্রতীক নিয়ে ৯ হাজার ৩০৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রার্থী মিনুচিং মারমা (পদ্মফুল) প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৯৮২ ভোট।

প্রসঙ্গত, গত ৮ মে প্রথম ধাপে লক্ষ্মীছড়ি উপজেলায়ও নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু আওয়ামী লীগ ও ইউপিডিএফ’র সমর্থকরা পাল্টা-পাল্টি কেন্দ্র দখল, ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় যতীন্দ্র কারবারি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দেওয়ান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট স্থগিত করা হয়।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!